সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফ্রিল্যান্সিংয়ে হিরোকের অনন্য দৃষ্টান্ত, দৈনিক বাংলা পত্রিকাতে প্রকাশিত

মুহাম্মদ শফিকুর রহমান, গ্রামে বসে তিনি ডলার আয় করছেন। প্রায় তিন হাজার তরুণ-তরুণীকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০ জন ফ্রিল্যান্সার তার সঙ্গে কাজ করছেন। মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল নামে নিভৃত গ্রামে বসেই তিনি আজ একজন সফল ফ্রিল্যান্সার। সৃষ্টি করেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। মার্কেটিংয়ে এমবিএ করা সফল এই ফ্রিল্যান্সারের নাম মুন্সী জাহাঙ্গীর জিন্নাত। এলাকায় 'হিরোক' নামে তার পরিচিতি। শুরুটা তার মোটেও ভালো ছিল না। পড়তে ছেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং। কিন্তু অভিভাবকের সম্মতি মেলেনি। তারা বিবিএতে ভর্তি করে দেন। ছোটবেলা থেকেই তার ইলেট্রনিক জিনিসের প্রতি আগ্রহ ছিল। নষ্ট ইলেকট্রনিক পণ্য সারাতে চেষ্টা করতেন। নিজ চেষ্টায় ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন। কিন্তু সেখান থেকে আয়ের তেমন সুযোগ ছিল না। কীভাবে ইন্টারনেট থেকে আয় করা যায়, এই চেষ্টায় কেটে যায় আরও দুটি বছর। ২০০৬ সাল থেকে চেষ্টা শুরু করে ২০০৯ সালে গিয়ে তিনি আয়ের মুখ দেখেন। ওডেস্কে জার্মানির একটা ক্লায়েন্টের ৪ ডলারের প্রজেক্ট পান হিরোক। প্রথম কাজে তার আয় হয় ১৬০০ টাকা
সাম্প্রতিক পোস্টগুলি

ফ্রিল্যান্সার থেকে সফল উদ্যোক্তা মেহেরপুরের হিরোক, দৈনিক ভোরের কাগজে প্রকাশিত

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে গল্পের শুরুটা ২০০৯ সালের। ফ্রিল্যান্সিং করে প্রথম ৪ ডলার উপার্জন (বাংলাদেশি ঢাকায় প্রায় সাড়ে তিনশ)। ২০০৬ সাল থেকে নাগাতার চেষ্টায় অনলাইনে কাজ করে। টাকার মুখ দেখেন ২০০৯ সালে। এরপর থেকে আর ফিছে ফিরে তাকাতে হয়নি তাকে। বলছিলাম মেহেরপুরের প্রত্যন্ত এক অজপাড়াগায়ের ছেলে মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোকের কথা। মানুষ তাকে ইন্টারনেট হিরোক বলেই বেশি চেনে। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মুন্সি আবুল খায়েরের ছেলে মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক । শৈশব তার গ্রামেই কেটেছে। পরে ঢাকার নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করেছেন ২০১৩ সালে। কম্পিউটার, ইন্টারনেটের প্রতি বেশ ঝোঁক ছিল হিরোকের। পড়াশোনার ফাঁকে ফাঁকে ওয়েবডিজাইন, ডাটা এন্ট্রি- এসব কাজ করার চেষ্টা করতেন ইন্টারনেটে। পরে আপওয়ার্ক ও ফাইবার মার্কেটে কাজ পাওয়ার চেষ্টা করতে লাগতেন। ৩ বছর চেষ্টার পর জার্মানির একটি কোম্পানির মাত্র ৪  ডলারের কাজ পান হিরোক। কাজ সম্পন্ন করলে আরো ১৬ ডলারের কাজ পান তিনি। কোনো রকম প্রশিক্ষণ বা গুরু ছাড়াই নিজ প্রচেষ্টায় ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ৪ বছরেই সফল ফ্রিল্যান্সার বনে যান তিন

ফ্রিল্যান্সিংয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি বেকারদেরও কাজ দিয়েছেন জিন্নাত

সমাজের একপেশে মনোভাব আর পরিবারের শত বাধা পেরিয়ে এখন সফল উদ্যোক্তা মেহেরপুরের মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। নামিদামি একটি কর্পোরেট হাউজের চাকুরি ছেড়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে গড়ে তুলেছেন নিজের ক্যরিয়ার। কর্মসংস্থান তৈরি করেছেন অনেক বেকার যুবকের। ঘরে বসে অর্থ উপার্জনের সুযোগ থাকায় ছেলেদের পাশাপাশি ফ্রিল্যান্সিয়ে ঝুঁকছেন মেয়েরাও। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মুন্সী জাহাঙ্গীর জিন্নাত। বাবা মার স্বপ্ন ছিলো ছেলে লেখাপড়া শেষ করে বড় কোনো প্রতিষ্ঠানে চাকুরি করবে। সেই লক্ষে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়াকালীন সময়ে যোগ দেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেখান থেকে শুরু করেন ফ্রিল্যান্সিং। দেড় বছরের মাথায় চাকুরি ছেড়ে চলে আসেন নিজ গ্রামে। শুরু করেন ফুল টাইম ফ্রিল্যান্সিং। নিজ বাড়িতে প্রশিক্ষণ দিতে থাকেন শত শত বেকার যুবককে। এখন তিনি সফল উদ্যোক্তা। এখানেই থেমে থাকননি জিন্নাত। তরুণদের ফ্রিল্যান্সিংয়ে উদ্বুদ্ধ করতে খুলেছেন একটি স্কুল। এখানে ছেলেদের পাশাপাশি প্রশিক্ষণ নিচ্ছেন নারীরাও। জিন্নাতের এ উদ্যোগকে স্বাত জানিয়ে জেলা প্রশাসক জানান, এসব ফ্রিল্যান্সারদের সুযোগ-সুবিধা নিশ্চি

মেহেরপুরে ফ্রিল্যান্সার কর্মশালা অনুষ্ঠিত

ওয়েব ক্রিট অর্গানাইজেশন এর উদ্যোগে ফ্রিল্যান্সার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওয়েব ক্রিট অর্গানাইজেশনের সিইও জোহা বিশ্বাসের সভাপতিত্বে ফ্রিল্যান্সার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, ইল্যান্স-ওডেস্ক এর মোবিলাইজার নাজমুল হাসান তপু, আলফা ডিজিটাল এর সিইও মামুনুর রশিদ। মেহেরপুরের সফল ফ্রিল্যান্সারদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সী জাহাঙ্গীর জিন্নাত হিরক, এনামুল হক, সিমসান মল্লিক, ইমরান হোসেন, রাসেল হোসেন, তুষার ইমরান, পলাশ রাসেল, সুমন রেজা, আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নিজরে মনের কালিমাকে দুর করে মহামানবকে জাগিয়ে তুলুন। একবার জন্ম নিয়েছেন এরই মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করুন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নিজেক স্মরনীয় করে রাখার জন্য কিছু কাজ করুন। তথ্য প্রযুক্তির বিকাশমান ধারায় জেলাকে এগিয়ে নিতে হলে সকলকে এ বিষয়ে দক্ষ করে গড়ে উঠতে হবে। প্রধান অতিথির বক্তব্য প

মিষ্টিবাড়ির শুরু ১ কেজি মিষ্টির দাম দিয়ে

প্রযুক্তির এই যুগে ই-কমার্সের মাধ্যমে অনেকেই এখন অনলাইনে কেনাবেচা করছে। অনলাইনে কেনাবেচা এখন শুধু শহর অঞ্চলে সীমাবন্ধ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামান্তরে। এখন অনলাইনে সকল পণ্য মিললেও কিছু কিছু পণ্য অনলাইনে পাওয়া খুবই কষ্টসাধ্য, তেমনি একটি পণ্য হলো মিষ্টি। এই কষ্টসাধ্য ব্যাপারটিকে সহজ করেছে দেশের বিভিন্ন জেলার মিষ্টি অনলাইনে বিক্রি করে মিষ্টিবাড়ি।  নিজের প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চায় মিষ্টিবাড়ির প্রধান নিবার্হী এস এম আল-মেরাজ। মিষ্টিবাড়ির শুরু, পরিকল্পনা, সফলতা ইত্যাদি প্রভৃতি উঠে এসেছে ব্রেকিংনিউজের প্রতিবেদক অঞ্জন চন্দ্র দেবের নেয়া সাক্ষাৎকারে:  ব্রেকিংনিউজ: আপনার সর্ম্পকে সংক্ষপে বলুন। মেরাজ: আমার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে। আমার বেড়ে উঠা গ্রামের বাড়িতে। মানবিক নিয়ে পড়াশোনা করছি মেহেরপুর সরকারি কলেজে এবারে এইচএসসি পরীক্ষার্থী। ইন্টারে উঠার পর থেকেই নিজে নিজে কিছু করার চেষ্টা সব সময় কাজ করতো। চেষ্টা করতাম নতুন কোন আইডিয়া নিয়ে কাজ করার। সে চেষ্টা থেকেই মিষ্টিবাড়ি নিয়ে যাত্রা শুরু ২০১৪ সালে। ব্রেকিংনিউজ: মিষ্টিবাড়ির শুরুটা সর্ম্পকে বলুন? মেরাজ: প্

বেকারত্ব মোচনে অসামান্য অবদান ॥ মুন্সি জাহাঙ্গীর জিন্নাতকে সম্মাননা

বেকারত্ব মোচনে অসামান্য অবদান স্বরুপ মেহেরপুর ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোককে সম্মাননা দিয়েছে জাগো মেহেরপুর। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মোমোরিয়াল হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। উল্লেখ্য, চাঁদবিল গ্রামের কৃতীসন্তান মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক ফ্রিল্যান্সিং এ দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইউনিট সফট বিডি নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে এখন বেকার যুবক-যুবতীদের শেখাচ্ছেন অনলাইনে আয়ের নানা কৌশল। তার এ অবদানে অনেক বেকার যুবক ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে স্বাবলম্বী হয়েছেন। তথ্য সূত্রঃ মুজিবনগর খবর

বেকারত্ব মোচনে অসামান্য অবদান ॥ মুন্সি জাহাঙ্গীর জিন্নাতকে সম্মাননা

বেকারত্ব মোচনে অসামান্য অবদান স্বরুপ মেহেরপুর ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোককে সম্মাননা দিয়েছে জাগো মেহেরপুর। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মোমোরিয়াল হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। উল্লেখ্য, চাঁদবিল গ্রামের কৃতীসন্তান মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক ফ্রিল্যান্সিং এ দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইউনিট সফট বিডি নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে এখন বেকার যুবক-যুবতীদের শেখাচ্ছেন অনলাইনে আয়ের নানা কৌশল। তার এ অবদানে অনেক বেকার যুবক ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে স্বাবলম্বী হয়েছেন। তথ্য সূত্রঃ মেহেরপুর নিউজ ২৪

খুলনায় সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সোমবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বেকার সমস্যা দূর করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অন্যতম একটি মাধ্যম। বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ফ্রিল্যাংন্সিং একটি সম্ভাবনাময় খাত। বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের সম্ভাবনাময় এ খাতে নিজস্ব মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে উন্নয়নের অভিযাত্রায় সামিল হবার আহবান জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত ধারনা উপস্থাপন করেন সফল ফ্রিল্যান্সার ও ইউনিক সফট বিডি’র সিইও মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। কর্মশালায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  অননিউজ.কম

খুলনায় ফ্রিল্যান্সিং কর্মশালা

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আজ সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বেকার সমস্যা দূর করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অন্যতম একটি মাধ্যম। বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ফ্রিল্যাংন্সিং একটি সম্ভাবনাময় খাত। বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের সম্ভাবনাময় এ খাতে নিজস্ব মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে উন্নয়নের অভিযাত্রায় সামিল হবার আহবান জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত ধারনা উপস্থাপন করেন সফল ফ্রিল্যান্সার ও ইউনিক সফট বিডি’র সিইও মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। কর্মশালায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সূত্রঃ বাংলার রূপ

ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আজ সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারি অফিসারদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বেকার সমস্যা দূর করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অন্যতম একটি মাধ্যম। বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ফ্রিল্যাংন্সিং একটি সম্ভাবনাময় খাত। বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের সম্ভাবনাময় এ খাতে নিজস্ব মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে উন্নয়নের অভিযাত্রায় সামিল হবার আহবান জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত ধারনা উপস্থাপন করেন ফ্রিল্যান্সার ও ইউনিক সফট বিডি’র সিইও মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। কর্মশালায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের অফিসার এবং বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারগণ অংশগ্রহণ করেন। বিস্তারিতঃ  খুলনানিউজ.কম

ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে আজ সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারি অফিসারদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বেকার সমস্যা দূর করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অন্যতম একটি মাধ্যম। বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ফ্রিল্যাংন্সিং একটি সম্ভাবনাময় খাত। বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের সম্ভাবনাময় এ খাতে নিজস্ব মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে উন্নয়নের অভিযাত্রায় সামিল হবার আহবান জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত ধারনা উপস্থাপন করেন ফ্রিল্যান্সার ও ইউনিক সফট বিডি’র সিইও মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। কর্মশালায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের অফিসার এবং বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারগণ অংশগ্রহণ করেন। বিস্তারিতঃ সুন্দরবন সমাচার

মেহেরপুরের মুন্সি জাহাঙ্গীর জিন্নাতকে সম্মাননা

বেকারত্ব মোচনে অসামান্য অবদান স্বরুপ মেহেরপুর ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোককে সম্মাননা দিয়েছে জাগো মেহেরপুর। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মোমোরিয়াল হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। জাগো মেহেরপুরের মুখপাত্র সোয়েব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। উল্লেখ্য, চাঁদবিল গ্রামের কৃতীসন্তান মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক ফ্রিল্যান্সিং এ দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ইউনিট সফট বিডি নামের একটি প্রতিষ্ঠান তৈরি করে এখন বেকার যুবক-যুবতীদের শেখাচ্ছেন অনলাইনে আয়ের নানা কৌশল। তার এ অবদানে অনেক বেকার যুবক ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে স্বাবলম্বী হয়েছেন। তথ্য সূত্রঃ মাথাভাঙ্গা

মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শনিবার সন্ধ্যা ৭ টার দিকে শেষ হয়েছে। মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, মেহেরপুর পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামিম আরা হিরা। মেলায় জেলায় তথ্য প্রযুক্তিতে অবদান রাখায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।  স্থানীয় সরকার বিভাগে মেহেরপুর পৌরসভার মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু এবং সেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিনকে পুরস্কৃত করা হয়। তথ্য প্রযুক্তিতে সেরা উদ্ভাবক ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরক ও মো. সামসুজ্জোহাকে পুরস্কৃত করা হ

মেরাজের মিষ্টি বাড়ি

মেহেরপুর সরকারি কলেজের ছাত্র এস. এম. আল-মেরাজ। ব্যবসায়ী পরিবারের ছেলে মেরাজ ফেসবুকের মাধ্যমে মিষ্টি বিক্রি করে আলোচনার সৃষ্টি করেছে ভার্চুয়াল বিশ্বে। শুধু রাজধানীতে নয়, দেশজুড়ে অনলাইনের মাধ্যমে ঐতিহ্যবাহী মিষ্টিগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চান মেরাজ। কিশোর মেরাজের গল্প জানাচ্ছেন আরিফুল ইসলাম আরমান শুরুর গল্প ২০১৩ সালের দিকে ফেসবুকের মাধ্যমে নিজ এলাকার (রাজশাহীর) আম বিক্রি করতে দেখে এধরনের ব্যবসার প্রতি আগ্রহী হন মেরাজ। তিনি বলেন, এক ফেসবুক পেইজে দেখলাম রাজশাহীর আম বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর আমিও বেশ কিছুদিন ভেবে দেখলাম, ওই ভাই যদি ফেসবুকের মাধ্যমে তার নিজ জেলার পণ্য দিয়ে রাজশাহীকে সকলের মাঝে তুলে ধরতে পারেন তাহলে আমি কেনো পারবো না আমার জেলা মেহেরপুরের ১৫০ বছরের ঐতিহ্যবাহী সাবিত্রী ও রস কদম মিষ্টান্ন দিয়ে মেহেরপুরকে সকলের মাঝে তুলে ধরতে? এরপর ২০১৪ সালের জুলাই মাসে মেহেরপুরের মিষ্টি শিরোনামে একটি ফেসবুক ফ্যানপেইজ খোলেন মেরাজ। এই পেইজে আপলোড করেন মেহেরপুর জেলার ১৫০ বছরের ঐতিহ্যবাহী বাসুদেবের সাবিত্রী ও রস কদম মিষ্টির ছবি এবং ইতিহাস। সাথে মিষ্টির মূল্য ও প্র

মেহেরপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

মেহেরপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনি মেলা। আজ শনিবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসাক (সার্বিক) মাজেদুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মহিলালীগের সভাপতি শামীময়ারা হিরা। পরে জেলায় তথ্য প্রযুক্তিতে অবদান রাখায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসকে পুরষ্কৃত করা হয়। তথ্য প্রযুক্তিতিতে সেরা উদ্ভাবক ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী জাহাঙ্গীর জিন্নাত হিরক এবং সামসুজ্জোহাকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনি মেলার সেরা ষ্টল ইউনিক সফট বিডি, ২য় স্থান অধিকারকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও তৃতীয় স্থান অধিকারী মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকললজির উদ্যোক্তাদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মেহেরপুরে