সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

MyFreeLife: হও আগামী দিনের সাফল্যের গল্প

“গাইতে গাইতে গায়েন” বলে একটা বাংলা প্রবাদ আছে, অনেকটা সেইভাবেই আমি আজ একজন গর্বিত ফ্রীলান্সার। গল্পটা একটু শুরুর থেকে বলছি।
Priyo Logo

সালটা মনে আছে ২০০৯, বিশ্ববিদ্যালয়ের ছুটিতে গ্রামে এসেছি, গ্রামের (আমঝুপী গ্রাম) চায়ের দোকানে বসে এক বড় ভাইয়ের (মামুন ভাই) কাছ থেকে এ গল্প শোনা যে, কাজ করে দিলে নাকি বিদেশ থেকে টাকা পাওয়া যায়, তাও আবার যেনতেন দেশ না, খোদ আমেরিকা থেকে। কথাটা শুনে একটু ধাক্কার মত লাগে, বিস্ময় আরও বাকি ছিল যখন ভাই বলল, “অনেকদিন তো কম্পিউটার চালাও, একটু চেষ্টা করলে তুমিও পারবে”, আসলে দেশের মাটিতে বসে বিদেশী কোম্পানির সাথে কাজ করে, বিদেশ থেকে টাকা নিয়ে আসাটা একটু বাড়াবাড়ি ধরণের গল্প মনে হল আমার কাছে, তাও আবার আমার মত অকর্মণ্যের জন্য, কারন, আমি আসলে শুধু কম্পিউটার চালাতেই পারতাম, আর কিছু না। ২০০৩ এ প্রথম কম্পিউটার চালানো শেখা, কিন্তু আসলে আমি কোন কাজই পারতাম না যা দিয়ে ইনকাম করা যায়( অন্তত আমার তাই মনে হত! ), তার উপরে আমি বেজায় ধরনের আলস। তবুও আমি বেশ কৌতূহলী হলাম( যদি আমায় দিয়ে কিছু হয়েই যায়, দেখি চেষ্টা করে!), বললাম ভাই, “আমিতো সেরকম কোন কাজও জানি না, তার উপর আমার কম্পিউটার নাই, আমি কি পারবো”? তখন ভাই বলল, “আমিতো এগুলা করি না, তবে আমার ভাই করে”, আমি বললাম, “ভাই থাকে কোথায়”? মামুন ভাই বলল, “ঢাকায়, তবে এখন বাড়িতে আছে, দেখা করতে চাও”? এমন অফার কি কেও মিস করে? আমি সাগ্রহে বললাম, “কখন”, ভাই বলল “এখন সময় থাকলে চল”, আমি বললাম, “চলেন”

মনে আছে সেই চলাটা আমার ফ্রীলান্সিং জগতের প্রথম পথচলা। পরিচিত হলাম মুন্সী জাহাঙ্গীর জিন্নাত (হীরক ভাই) এর সাথে। অনলাইনে যিনি এম জে জিন্নাত নামে সমাধিক পরিচিত। ভাইকে বললাম, “আসলেই কি কাজ করলে টাকা পাওয়া যায়”? তখন ভাই আদ্যোপান্ত সব ভেঙে বুঝায়ে দিল। সব শুনে আমি বললাম, “আমিতো ওয়েব ডিজাইন, এস-ই-ও, মিডিয়া মার্কেটিং কিছুই পারি না, আমি দ্বারা কি ফ্রীলান্সিং হবে না”? ভাই আমাকে সাহস দিয়ে বলল, হবে না কেন? অবশ্যই হবে, কিন্তু একটু সময় দিতে হবে। তারপর, ভাই আমাকে কয়েকটা সাইট এর লিঙ্ক দিয়ে বলল, “এইগুলাতে রেজিস্ট্রেশান কর, আর কাজের মধ্যে দেখ কোনটা তোমার ভাল লাগে, কাজ ভাল না লাগলে কাজ করে মজা পাবা না”।

আমি পড়লাম মহা ফ্যাসাদে, কোন কাজ সিলেক্ট করবো। সব কাজই মনে হয় কঠিন, ফাঁকিবাজদের জন্য কোন কাজ নেই ভাই, আমি জিজ্ঞাসা করলাম। ভাই হেঁসে বলল “না ভাই, যেই কাজই কর মন দিয়ে করতে হবে, না হলে এই লাইন তোমার জন্য না, তবে তোমার জন্য সেইটা সহজ মনে হয় খুজে বের কর”, আমি সেইদিনকার মত লিঙ্ক দুইটা নিয়ে বিদায় নিলাম, বললাম আমি আবারও আসব। ভাইয়ের নাম্বারটা নিয়ে রাখলাম। এখন আমার লক্ষ্য সাইবার ক্যাফে, লিঙ্কদুইটা ওপেন করলাম এবং রেজিস্ট্রেশান করলাম, লিঙ্কদুইতা ছিল ওডেস্ক আর ফ্রীলান্সার এর, কিন্তু সহজ কোন কাজ খুজে পেলাম না, সবই জটিল। কিন্তু, একটা ক্যাটাগরিতে চোখ আটকে গেল, “আর্টিকেল রাইটিং”, এইতাই আমার কাছে সহজ কাজ মনে হল, কারন, লেখালেখির প্রতি একটা ঝোঁক আমার আজীবনই ছিল, তাছাড়া, আমি ইংরেজিতে পড়ি, মোটামুটি ইংরেজিতে বলতে ও লিখতে পারতাম, তাই পরের দিন হীরক ভাইকে বললাম, আমি “আর্টিকেল রাইটিং” এ কাজ করতে চাই। ভাই বলল, ঠিক আছে, কাজের বর্ণনা পরে বিড করতে থাকো, তারপর ভাই আমাকে কভার লেটার, স্যাম্পল, কাজের ধরন বুঝায়ে দিল, আমি মহা উৎসাহে কাজে লেগে পড়লাম। কিন্তু, বিধি বাম! দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, জব অ্যাপ্লিকেশান এর কোন রিপ্লাই আসে না, কি করা? এমনি আমি লোকের কম্পিউটার ব্যাবহার করি, কিছু সময় সাইবার ক্যাফে থেকে নেট ব্রাউজ করি। বুঝতেই পারছেন, পকেটের টাকার পুরা ফালুদা হয়ে গেছে। নিরুপায় আমি আবার হীরক ভাইকে বলি, “ভাই কোন রিপ্লাই তো পাইনা, কি করবো?” ভাই বলল পুরাতন জব অ্যাপ্লিকেশান ডিলিট করে তোমার পছন্দ মত ছোট ছোট সহজ প্রোজেক্ট এ বিড করো। সহজ কাজ দেখবা এবং অল্প বাজেট এ বিড করো তাহলে সহজে কাজ পাবা। আমি আবার নতুন উদ্যমে কাজ শুরু করলাম, এবার মাত্র ৯ দিনের অপেক্ষায় বায়ার রিপ্লাই করল। কাজটা ছিল, ৮ টা আর্টিকেল লিখে দেওয়ার, বাজেট ছিল, ৩০ ডলারের, আমি বিড করেছিলাম, ১৭ ডলারে, বায়ার ইন্টারভিউ নেওয়ার পর কাজটা দিয়ে দিল, ভাবলাম যাক বাবা, বাঁচা গেল! কিন্তু যত সহজ ভেবেছিলাম আর্টিকেল লেখাটা অতোটা সহজ না, কী-ওয়ার্ড ঠিকভাবে ব্যাবহার করা, আর্টিকেল এর ফ্লো ঠিক রাখা, আবার ইউএসএ পাঠকদের কথা মাথায় রেখে ভালোভাবে শেষ করাটা যে কতটা কঠিন (!) তা হাড়ে হাড়ে টের পেলাম, যাইহোক আর্টিকেলগুলো শেষ করলাম বায়ারের বেঁধে দেওয়া সময়ের আগেই, কিন্তু বায়ার বলল আরও একটু রিডার ফ্রেন্ডলি করে দিতে, আমি আবার রি-রাইট করলাম। পাক্কা ৮ দিনের বেলায়, বায়ার আমায় বলল, দ্যুতি তুমিতো জিনিয়াস!! আমি মনে মনে বললাম, ডেভিড ভাই (বায়ার এর নাম ছিল ডেভিড ফ্রাঙ্কেস্তটাইন ), এইটাই আমার ওডেস্ক প্রোফাইল এ লিখে দাও। যাইহোক, টাকা পেলাম, ভাল ফিডব্যাক পেলাম, তারপর, আর পেছন ফিরে তাকানোর সময় পাইনি, এত কাজের অফার পাইছি যে বাধ্যহয়ে বায়ারদের বলেছি ভাইরে সময় নাই( আর এক সময় কাজের জন্য ৩ মাস অপেক্ষা করেছি!) ছোটবড় মিলায়ে প্রায় ৪০ তার মত প্রোজেক্ট শেষ করেছি, ওডেস্ক এর বাইরে ফ্রীলান্সার ও কিছু ফিক্সড বায়ারের কাজ করেছি। কিছু ছোট বড় সমস্যা বাদে সব কাজই সফলতার সাথে শেষ করেছি, ওহঃ বলতে ভুলে গেছি এর মধ্যে নিজের ইনকাম দিয়ে একটা ছোটখাট ল্যাপটপও কিনেছি। যদিও ওইটা হারায়ে গেছে ( আমারই গাফেলতিতে), আবার একটা কিনেছি, বলা বাহুল্য এইটাও নিজের টাকার! আরও যেইটা লাভ হইছে, আমার অলসতা কেটে গেছে।

তিন বছর আগে আমি ফ্রীলান্সিং শুরু করেছিলাম ছোট একটা ভাবনা দিয়ে, “যদি আমি আর্টিকেল লিখতে পারি তাহলে আমার ইংরেজি লেখা ও পড়ার দক্ষতা বাড়বে”, এখন আমি আমেরিকানদের সাথে সকাল বিকাল কথা বলি, এখন আর আমার কোন আর্টিকেলই কেও খারাপ বলে না। আমার ইংরেজি লেখার দক্ষতাও বেড়েছে। সবকিছু মিলায়ে আমার স্বপ্ন মোটামুটি সফল, তবে একটা কথা না বললেই নয়, আমার তিন বছর আগে দেখা স্বপ্নের স্বপ্নসারথী হয়েছে অনেকে, যারা আমার হাজারো প্রশ্নের সহজ সমাধান দিয়েছেন। এবং, কারনে, অকারনে যাদের আমি অনেক জ্বালিয়েছি, কিন্তু কখনও তারা আমার দিকে অভিযোগের তীর ছোড়েনি। হীরক ভাই (মুন্সী জাহাঙ্গীর জিন্নাত) এমনই একজন মানুষ, যার ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না, আমার খাপছাড়া অনুরোধগুলো বিনা অভিযোগে মেনে নিয়েছে, এছাড়া ফ্রীলাঞ্চার এর লোগো এক্সপোসাল এর বিজয়ী নিপু ভাই(শাওন রহমান) আমার সাথে বিনা অভিযোগে সবসময় থেকেছে। যাদের কারনে আমি আজ এখানে লিখতে পারছি।

সবশেষে একটা কথাই শুধু বলতে চাই নতুনদের জন্য, কখনও আপনার ভাললাগা থেকে সরে যাবেন না। মনে রাখবেন, ফ্রীলান্সিং এ যেই কাজটাতেই আপনার ভাল লাগবে, সেইটাই করবেন, তবেই আপনার পথচলা হবে ভবিষ্যৎ দিনের তরুণদের প্রেরণা। বলা হয়, মানুষ তার স্বপ্নের মত বড়, আপনিও স্বপ্ন দেখুন, বলা যায় না, আপনার গল্প হতে পারেন ভবিষ্যৎ দিনের সাফল্যের প্রেরণা।

সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহবান, নেট এর স্পীড ও উচ্চমূল্য, পেপাল, এই সকল প্রযুক্তিগত সমস্যার আশু সমাধান করুন। দেখবেন আমরাই লিখবো ভবিষ্যৎ বাংলাদেশের সফলতার গল্প!!
দ্যুতি প্রকাশ সরকার। বিস্তারিতঃ http://tech.priyo.com/blog/2013/02/18/8472.html

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মেহেরপুরে ফ্রিল্যান্সার কর্মশালা অনুষ্ঠিত

ওয়েব ক্রিট অর্গানাইজেশন এর উদ্যোগে ফ্রিল্যান্সার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ওয়েব ক্রিট অর্গানাইজেশনের সিইও জোহা বিশ্বাসের সভাপতিত্বে ফ্রিল্যান্সার সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, ইল্যান্স-ওডেস্ক এর মোবিলাইজার নাজমুল হাসান তপু, আলফা ডিজিটাল এর সিইও মামুনুর রশিদ। মেহেরপুরের সফল ফ্রিল্যান্সারদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সী জাহাঙ্গীর জিন্নাত হিরক, এনামুল হক, সিমসান মল্লিক, ইমরান হোসেন, রাসেল হোসেন, তুষার ইমরান, পলাশ রাসেল, সুমন রেজা, আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নিজরে মনের কালিমাকে দুর করে মহামানবকে জাগিয়ে তুলুন। একবার জন্ম নিয়েছেন এরই মধ্যে নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করুন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে নিজেক স্মরনীয় করে রাখার জন্য কিছু কাজ করুন। তথ্য প্রযুক্তির বিকাশমান ধারায় জেলাকে এগিয়ে নিতে হলে সকলকে এ বিষয়ে দক্ষ করে গড়ে উঠতে হবে। প্রধান অতিথির বক্তব্য প

মিষ্টিবাড়ির শুরু ১ কেজি মিষ্টির দাম দিয়ে

প্রযুক্তির এই যুগে ই-কমার্সের মাধ্যমে অনেকেই এখন অনলাইনে কেনাবেচা করছে। অনলাইনে কেনাবেচা এখন শুধু শহর অঞ্চলে সীমাবন্ধ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামান্তরে। এখন অনলাইনে সকল পণ্য মিললেও কিছু কিছু পণ্য অনলাইনে পাওয়া খুবই কষ্টসাধ্য, তেমনি একটি পণ্য হলো মিষ্টি। এই কষ্টসাধ্য ব্যাপারটিকে সহজ করেছে দেশের বিভিন্ন জেলার মিষ্টি অনলাইনে বিক্রি করে মিষ্টিবাড়ি।  নিজের প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চায় মিষ্টিবাড়ির প্রধান নিবার্হী এস এম আল-মেরাজ। মিষ্টিবাড়ির শুরু, পরিকল্পনা, সফলতা ইত্যাদি প্রভৃতি উঠে এসেছে ব্রেকিংনিউজের প্রতিবেদক অঞ্জন চন্দ্র দেবের নেয়া সাক্ষাৎকারে:  ব্রেকিংনিউজ: আপনার সর্ম্পকে সংক্ষপে বলুন। মেরাজ: আমার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে। আমার বেড়ে উঠা গ্রামের বাড়িতে। মানবিক নিয়ে পড়াশোনা করছি মেহেরপুর সরকারি কলেজে এবারে এইচএসসি পরীক্ষার্থী। ইন্টারে উঠার পর থেকেই নিজে নিজে কিছু করার চেষ্টা সব সময় কাজ করতো। চেষ্টা করতাম নতুন কোন আইডিয়া নিয়ে কাজ করার। সে চেষ্টা থেকেই মিষ্টিবাড়ি নিয়ে যাত্রা শুরু ২০১৪ সালে। ব্রেকিংনিউজ: মিষ্টিবাড়ির শুরুটা সর্ম্পকে বলুন? মেরাজ: প্

খুলনায় সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সোমবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বেকার সমস্যা দূর করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অন্যতম একটি মাধ্যম। বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ফ্রিল্যাংন্সিং একটি সম্ভাবনাময় খাত। বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের সম্ভাবনাময় এ খাতে নিজস্ব মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে উন্নয়নের অভিযাত্রায় সামিল হবার আহবান জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত ধারনা উপস্থাপন করেন সফল ফ্রিল্যান্সার ও ইউনিক সফট বিডি’র সিইও মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। কর্মশালায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  অননিউজ.কম