সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফ্রিল্যান্সিংয়ে হিরোকের অনন্য দৃষ্টান্ত, দৈনিক বাংলা পত্রিকাতে প্রকাশিত

মুহাম্মদ শফিকুর রহমান, গ্রামে বসে তিনি ডলার আয় করছেন। প্রায় তিন হাজার তরুণ-তরুণীকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০ জন ফ্রিল্যান্সার তার সঙ্গে কাজ করছেন। মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল নামে নিভৃত গ্রামে বসেই তিনি আজ একজন সফল ফ্রিল্যান্সার। সৃষ্টি করেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। মার্কেটিংয়ে এমবিএ করা সফল এই ফ্রিল্যান্সারের নাম মুন্সী জাহাঙ্গীর জিন্নাত। এলাকায় 'হিরোক' নামে তার পরিচিতি। শুরুটা তার মোটেও ভালো ছিল না। পড়তে ছেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং। কিন্তু অভিভাবকের সম্মতি মেলেনি। তারা বিবিএতে ভর্তি করে দেন। ছোটবেলা থেকেই তার ইলেট্রনিক জিনিসের প্রতি আগ্রহ ছিল। নষ্ট ইলেকট্রনিক পণ্য সারাতে চেষ্টা করতেন। নিজ চেষ্টায় ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন। কিন্তু সেখান থেকে আয়ের তেমন সুযোগ ছিল না। কীভাবে ইন্টারনেট থেকে আয় করা যায়, এই চেষ্টায় কেটে যায় আরও দুটি বছর। ২০০৬ সাল থেকে চেষ্টা শুরু করে ২০০৯ সালে গিয়ে তিনি আয়ের মুখ দেখেন। ওডেস্কে জার্মানির একটা ক্লায়েন্টের ৪ ডলারের প্রজেক্ট পান হিরোক। প্রথম কাজে তার আয় হয় ১৬০০ টাকা

ফ্রিল্যান্সার থেকে সফল উদ্যোক্তা মেহেরপুরের হিরোক, দৈনিক ভোরের কাগজে প্রকাশিত

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে গল্পের শুরুটা ২০০৯ সালের। ফ্রিল্যান্সিং করে প্রথম ৪ ডলার উপার্জন (বাংলাদেশি ঢাকায় প্রায় সাড়ে তিনশ)। ২০০৬ সাল থেকে নাগাতার চেষ্টায় অনলাইনে কাজ করে। টাকার মুখ দেখেন ২০০৯ সালে। এরপর থেকে আর ফিছে ফিরে তাকাতে হয়নি তাকে। বলছিলাম মেহেরপুরের প্রত্যন্ত এক অজপাড়াগায়ের ছেলে মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোকের কথা। মানুষ তাকে ইন্টারনেট হিরোক বলেই বেশি চেনে। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মুন্সি আবুল খায়েরের ছেলে মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক । শৈশব তার গ্রামেই কেটেছে। পরে ঢাকার নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করেছেন ২০১৩ সালে। কম্পিউটার, ইন্টারনেটের প্রতি বেশ ঝোঁক ছিল হিরোকের। পড়াশোনার ফাঁকে ফাঁকে ওয়েবডিজাইন, ডাটা এন্ট্রি- এসব কাজ করার চেষ্টা করতেন ইন্টারনেটে। পরে আপওয়ার্ক ও ফাইবার মার্কেটে কাজ পাওয়ার চেষ্টা করতে লাগতেন। ৩ বছর চেষ্টার পর জার্মানির একটি কোম্পানির মাত্র ৪  ডলারের কাজ পান হিরোক। কাজ সম্পন্ন করলে আরো ১৬ ডলারের কাজ পান তিনি। কোনো রকম প্রশিক্ষণ বা গুরু ছাড়াই নিজ প্রচেষ্টায় ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ৪ বছরেই সফল ফ্রিল্যান্সার বনে যান তিন