মুহাম্মদ শফিকুর রহমান, গ্রামে বসে তিনি ডলার আয় করছেন। প্রায় তিন হাজার তরুণ-তরুণীকে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং শিখিয়েছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০ জন ফ্রিল্যান্সার তার সঙ্গে কাজ করছেন। মেহেরপুরের সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল নামে নিভৃত গ্রামে বসেই তিনি আজ একজন সফল ফ্রিল্যান্সার। সৃষ্টি করেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। মার্কেটিংয়ে এমবিএ করা সফল এই ফ্রিল্যান্সারের নাম মুন্সী জাহাঙ্গীর জিন্নাত। এলাকায় 'হিরোক' নামে তার পরিচিতি। শুরুটা তার মোটেও ভালো ছিল না। পড়তে ছেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং। কিন্তু অভিভাবকের সম্মতি মেলেনি। তারা বিবিএতে ভর্তি করে দেন। ছোটবেলা থেকেই তার ইলেট্রনিক জিনিসের প্রতি আগ্রহ ছিল। নষ্ট ইলেকট্রনিক পণ্য সারাতে চেষ্টা করতেন। নিজ চেষ্টায় ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন। কিন্তু সেখান থেকে আয়ের তেমন সুযোগ ছিল না। কীভাবে ইন্টারনেট থেকে আয় করা যায়, এই চেষ্টায় কেটে যায় আরও দুটি বছর। ২০০৬ সাল থেকে চেষ্টা শুরু করে ২০০৯ সালে গিয়ে তিনি আয়ের মুখ দেখেন। ওডেস্কে জার্মানির একটা ক্লায়েন্টের ৪ ডলারের প্রজেক্ট পান হিরোক। প্রথম কাজে তার আয় হয় ১৬০০ টাকা
Collections of All News of Munshi Group & Our Chairman Munshi Jahangir Zinnat (Hirok).