সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফ্রিল্যান্সার থেকে সফল উদ্যোক্তা মেহেরপুরের হিরোক, দৈনিক ভোরের কাগজে প্রকাশিত

মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর থেকে গল্পের শুরুটা ২০০৯ সালের। ফ্রিল্যান্সিং করে প্রথম ৪ ডলার উপার্জন (বাংলাদেশি ঢাকায় প্রায় সাড়ে তিনশ)। ২০০৬ সাল থেকে নাগাতার চেষ্টায় অনলাইনে কাজ করে। টাকার মুখ দেখেন ২০০৯ সালে। এরপর থেকে আর ফিছে ফিরে তাকাতে হয়নি তাকে। বলছিলাম মেহেরপুরের প্রত্যন্ত এক অজপাড়াগায়ের ছেলে মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোকের কথা। মানুষ তাকে ইন্টারনেট হিরোক বলেই বেশি চেনে। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের মুন্সি আবুল খায়েরের ছেলে মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক । শৈশব তার গ্রামেই কেটেছে। পরে ঢাকার নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করেছেন ২০১৩ সালে।

কম্পিউটার, ইন্টারনেটের প্রতি বেশ ঝোঁক ছিল হিরোকের। পড়াশোনার ফাঁকে ফাঁকে ওয়েবডিজাইন, ডাটা এন্ট্রি- এসব কাজ করার চেষ্টা করতেন ইন্টারনেটে। পরে আপওয়ার্ক ও ফাইবার মার্কেটে কাজ পাওয়ার চেষ্টা করতে লাগতেন। ৩ বছর চেষ্টার পর জার্মানির একটি কোম্পানির মাত্র ৪ ডলারের কাজ পান হিরোক। কাজ সম্পন্ন করলে আরো ১৬ ডলারের কাজ পান তিনি। কোনো রকম প্রশিক্ষণ বা গুরু ছাড়াই নিজ প্রচেষ্টায় ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত ৪ বছরেই সফল ফ্রিল্যান্সার বনে যান তিনি। আর হতে থাকে মাসে লাখ টাকারও বেশি। পরে এমবিএ শেষ করে ২০১৩ সালে নিজ মাতৃভূমি মেহেরপুরের চাঁদবিলে চলে আসেন। যেখানে মানুষ ইন্টারনেট কী সেটাই ঠিকঠাক জানত না সেখানে গড়ে তোলেন 'মুন্সি আইটি' নামের একটি প্রতিষ্ঠান। শুরু করেন বিনামূল্যে এলাকার যুবকদের অনলাইনে কাজ করার প্রশিক্ষণ দেয়া।

হিরোকের পরিচালনায় মুন্সি আইটিতে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত বিনামূল্যে ২ হাজার বেকার যুবককে ফ্রিল্যান্সার প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রথম দিকে গ্রামের মানুষকে বোঝাতে হয়েছে, তাকে দেখতে বেকার মনে হলেও তিনি কাজ করছেন। ঘরে বসেই পৃথিবীর অন্য দেশের কাজ করতে পারেন। কম্পিউটারে থেকে। চাঁদবিলের মতো এক পল্লী গাঁয়ে থেকে। কীভাবে টাকা বের হয় এ ধরনের মজার প্রশ্নেরও উত্তর বুঝিয়ে দিতে হয়েছে তাকে। হিরোকের কাছে প্রশ্নগুলো কখনো মনে হতো খুব মজার, কখনো হতাশারও। প্রথাগত ধারণার বাইরে থেকে, নতুন কিছু করার ইচ্ছা থাকে অনেকেরই। কেউ সুযোগ পায়, কেউ পায় না। অনেকে কপালের ভাগ্যটা নিজ হাতে লেখেন। এমনই একজন মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। নিজের ভাগ্য বদলেছেন, পাশাপাশি অন্যের জন্য বয়ে এনেছেন সৌভাগ্যের বার্তা। বর্তমানে শতাধিক যুবক মুন্সি আইটি থেকে প্রশিক্ষণ নিয়ে অনলাইনে কাজ করে আলিশান জীবনযাপন করছেন। বর্তমানে মুন্সি আইটিতে কাজ করছেন ১ থ্রিল্যান্সার হিরোকের আয় মানে ১০ লাখেরও বেশি।

শুরুর দিকের বিপত্তির কথা নিজের মুখেই বললেন হিরো, গ্রামে পরিচিতজনরা প্রথমেই জিজ্ঞেস করেন, কী করো? পেশা কী? সেটা বোঝানো আমার জন্য বেশ কঠিন ছিল। কারণ তরুণ সমাজ ছাড়া অনেকের কাছে আউটসোর্সিং শব্দটি একেবারে নতুন। আর আমার জন্য আরো কঠিন ছিল চাকরি ছেড়ে দিয়ে ঘরে বসে কাজ করা। অনেকেই ভারত, আমি বেকার বসে আছি। একটা সময় আমি প্রশ্নগুলো এড়িয়ে যেতাম। বাইরে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে এড়িয়ে যেতাম। বাড়তি মনোযোগ দিতে থাকলাম আমার কাজের প্রতি। কারণ কাজই হলো সব প্রশ্নের উত্তর।

কাজটা নিজের আগ্রহেই শিখতেন হিরোক। প্রথমে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) দিয়ে ফ্রিল্যাশিং ক্যারিয়ার শুরু করি। শুরুর দিকে কাজ করতে অনেক সময় লাগত। চেষ্টা করতাম ধীরে ধীরে কাজটা শেষ করতে। পরে ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিকেল রাইটিং, ই-মেইল মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করতে থাকি। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে অর্থ আসতে থাকে।

হিরোক আরো বলেন, যে কোনো কাজে দক্ষতা, মেধা, পরিশ্রমের বাইরে আরো একটি গুণ থাকা জরুরি। তা হলো ধৈর্য। আউটসোর্সিং কাজ করার অনেক সুযোগ রয়েছে। সৃষ্টিশীল প্রায় প্রতিটি কাজ এখানে করা সম্ভব। এর মাধ্যমে দেশের যে কোনো জায়গায় বসে কাজ করা সম্ভব। আমি বলব, বেকার বা যুবকদের হতাশায় না থেকে এ ধরনের কাজে যুক্ত হওয়া। কারণ আধুনিক বিশ্ব ক্রমশ প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। সুতরাং প্রযুক্তিকে কাজে লাগিয়ে বদলাতে হবে আমাদের ভাগ্য। এটা সত্যি যে, কিছু তুমা ফ্রিল্যান্সিং কোম্পানির কারণে অনেকেরই এ সম্পর্কে কিছুটা নেতিবাচক ধারণা জন্মেছে। কিন্তু একটু সাবধান হলে ফ্রিল্যান্সিংকে সহজেই পেশা হিসেবে নেয়া সম্ভব।

এ ব্যাপারে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম বলেন, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য এখনো মেহেরপুর জেলার চাঁদবিল গ্রামের মুন্সি জাহাঙ্গীর জিন্নাত কাজ করে চলেছেন নিরলসভাবে। তিনি স্বপ্ন দেখেন ফ্রিল্যান্সিং দিয়ে সমাজকে আলোকিত করবেন। আমরাও চাই, কেবল রাজধানীর মোহে পড়ে না থেকে শিক্ষিত যুবকরা হিরোকের মতো ছড়িয়ে পড়বেন গ্রাম থেকে গ্রামে।

বুধবার, ২৭ এপ্রিল ২০২২, ১৪ বৈশাখ ১৪২৯


এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খুলনায় সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সোমবার বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেয়ার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বেকার সমস্যা দূর করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং অন্যতম একটি মাধ্যম। বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে ফ্রিল্যাংন্সিং একটি সম্ভাবনাময় খাত। বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের সম্ভাবনাময় এ খাতে নিজস্ব মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে উন্নয়নের অভিযাত্রায় সামিল হবার আহবান জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। কর্মশালায় ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত ধারনা উপস্থাপন করেন সফল ফ্রিল্যান্সার ও ইউনিক সফট বিডি’র সিইও মুন্সি জাহাঙ্গীর জিন্নাত হিরোক। কর্মশালায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  অননিউজ.কম

মিষ্টিবাড়ির শুরু ১ কেজি মিষ্টির দাম দিয়ে

প্রযুক্তির এই যুগে ই-কমার্সের মাধ্যমে অনেকেই এখন অনলাইনে কেনাবেচা করছে। অনলাইনে কেনাবেচা এখন শুধু শহর অঞ্চলে সীমাবন্ধ নয়, ছড়িয়ে পড়ছে গ্রামান্তরে। এখন অনলাইনে সকল পণ্য মিললেও কিছু কিছু পণ্য অনলাইনে পাওয়া খুবই কষ্টসাধ্য, তেমনি একটি পণ্য হলো মিষ্টি। এই কষ্টসাধ্য ব্যাপারটিকে সহজ করেছে দেশের বিভিন্ন জেলার মিষ্টি অনলাইনে বিক্রি করে মিষ্টিবাড়ি।  নিজের প্রতিষ্ঠানকে অনেক উচ্চতায় নিয়ে যেতে চায় মিষ্টিবাড়ির প্রধান নিবার্হী এস এম আল-মেরাজ। মিষ্টিবাড়ির শুরু, পরিকল্পনা, সফলতা ইত্যাদি প্রভৃতি উঠে এসেছে ব্রেকিংনিউজের প্রতিবেদক অঞ্জন চন্দ্র দেবের নেয়া সাক্ষাৎকারে:  ব্রেকিংনিউজ: আপনার সর্ম্পকে সংক্ষপে বলুন। মেরাজ: আমার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার আমঝুপি গ্রামে। আমার বেড়ে উঠা গ্রামের বাড়িতে। মানবিক নিয়ে পড়াশোনা করছি মেহেরপুর সরকারি কলেজে এবারে এইচএসসি পরীক্ষার্থী। ইন্টারে উঠার পর থেকেই নিজে নিজে কিছু করার চেষ্টা সব সময় কাজ করতো। চেষ্টা করতাম নতুন কোন আইডিয়া নিয়ে কাজ করার। সে চেষ্টা থেকেই মিষ্টিবাড়ি নিয়ে যাত্রা শুরু ২০১৪ সালে। ব্রেকিংনিউজ: মিষ্টিবাড়ির শুরুটা সর্ম্পকে বলুন? মেরাজ: প্

মেহেরপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

মেহেরপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনি মেলা। আজ শনিবার বিকেলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসাক (সার্বিক) মাজেদুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আশকার আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মহিলালীগের সভাপতি শামীময়ারা হিরা। পরে জেলায় তথ্য প্রযুক্তিতে অবদান রাখায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসকে পুরষ্কৃত করা হয়। তথ্য প্রযুক্তিতিতে সেরা উদ্ভাবক ইউনিক সফট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী জাহাঙ্গীর জিন্নাত হিরক এবং সামসুজ্জোহাকে পুরষ্কৃত করা হয়। এছাড়াও তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনি মেলার সেরা ষ্টল ইউনিক সফট বিডি, ২য় স্থান অধিকারকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও তৃতীয় স্থান অধিকারী মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকললজির উদ্যোক্তাদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন মেহেরপুরে